২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুনামগঞ্জ-৫-এ নির্বাচনী মিছিলে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

১২ ঘণ্টার আল্টিমেটাম
সুনামগঞ্জ-৫-এ নির্বাচনী মিছিলে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আবু সালেহের নির্বাচনী মিছিলে নৌকার সমর্থকদের হামলার ঘটনায় ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে প্রার্থী আবু সালেহ।

শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে পালইছড়া গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে আগামী ১২ ঘণ্টায় অভিযুক্ত আসামিদের আইনের আওতায় না আনলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন একতারা প্রতীকের প্রার্থী আবু সালেহ।

এ সময় সংসদ সদস্য পদপ্রার্থীর স্ত্রী লাইলী আক্তার লাকী, বাংলাদেশ সুপ্রীম পাটির দোয়ারাবাজার উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, মো: মানিক মিয়া, মিলন মিয়া, মো: সামছুল হুদা, আলা উদ্দিন, দুলু মিয়া, কাইয়ুম উদ্দিন, মো: ফজলু মিয়া, আ: হাই, মোহাম্মদ হাফিজুল ইসলাম, জহিরুল ইসলাম, হিফজুল ইসলাম, সামাদ হোসেন ও রুবেল হোসেন প্রমুখ।
এর আগে প্রার্থীর স্ত্রী লায়লী আক্তার দোয়ারাবাজার থানায় একটি মামলা করেছেন।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একতারা প্রতীকের মিছিলে হামলা চালায় নৌকা প্রতীকের সমর্থকেরা। এতে একতারা প্রতীকের মিছিলকারী ছয়জন কর্মী আহত হয়।

ঘটনার পর দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে প্রতিবাদী মিছিল বের করে স্থানীয় জনতা। মিছিলে মিছিলে আল্টিমেটামে উত্তপ্ত হয়ে পরে পরো এলাকা।

এ ঘটনার খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে এ ঘটনায় প্রার্থীর স্ত্রী লায়লী আক্তার লাকী উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামের শাহ আলমের ছেলে আবু সুফিয়ান (২২), বরইউড়ি গ্রামের মরহুম ছমির উদ্দিনের ছেলে ইদ্রিছ আলী (২৬), বরইউড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে সজিব মিয়া (১৮), বাওয়ালীপাড়া গ্রামের মামুন মিয়া (১৯), বরইউড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে শাকিল মিয়াকে (১৮) আসামি করে ও এজাহারভুক্ত ও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে শুক্রবার রাত ১২টার দিকে দোয়ারাবাজার থানায় মামলা করেন।

এতে অভিযুক্ত একজন আসামি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামের শাহ আলমের ছেলে আবু সুফিয়ানকে আটক করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো বলেন, ন্যাক্কারজনক এমন ঘটনায় অভিযুক্ত পাঁচজন আসামির একজনকে আটক করলেও ঘটনার ২৪ ঘণ্টা পর হয়েছে অভিযুক্ত অন্য কোনো আসামিদের আটক করতে পারেনি পুলিশ। বাকি আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করছে। মাঠে খেলাধুলা করছে ২৪ ঘণ্টায়। বাকি আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল