সিলেটে পুলিশের বাধায় বিএনপির কর্মসূচি পণ্ড, আটক ৪
- সিলেট ব্যুরো
- ০৫ জানুয়ারি ২০২৪, ১৯:৪৩
সিলেটে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় নেতাকর্মীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটে। পরে মিছিল থেকে পুলিশ চারজনকে আটক করে।
শুক্রবার (৫ জানুয়ারি) বাদ জুমা নগরীর আম্বরখানা পয়েন্টে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, জেলা বিএনপির মৎস্য-বিষয়ক সম্পাদক জালাল খান (৫২), মহানগর বিএনপির সাবেক শিক্ষা সম্পাদক আলী হায়দার মঞ্জু (৪৫), সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আকবর ও বিএনপি নেতা মো: জেবুল মিয়া (৩৫)।
জানা যায়, শুক্রবার বাদ জুমা আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ করেন। পরে নেতাকর্মীরা মিছিলের জন্য প্রস্তুতি নিলে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীরা রাস্তা দখল করে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছিলেন। তাদের রাস্তা থেকে সরে যেতে বললেও শুনেননি। পরে চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা