২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দোয়ারাবাজারে নির্বাচনী মিছিলে হামলা, গ্রেফতার ১

- ছবি : ফাইল

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকের সমর্থকদের মিছিলে হামলার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দোয়ারাবাজার থানায় মামলাটি রেকর্ড করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান শুক্রবার সকালে নয়া দিগন্ত বলেন, একতারা প্রতীকের মিছিলে হামলার ঘটনায় প্রার্থীর স্ত্রী লায়লী আক্তার লাকী থানায় এজাহার দেন। পুলিশ অভিযোগটি নিয়ে মামলাটি রেকর্ড করেছে। এতে পাঁচজনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

গ্রেফতার আসামি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামের শাহ আলমের ছেলে আবু সুফিয়ান (২২)।

অন্য আসামিরা হলেন বরইউড়ি গ্রামের মরহুম ছমির উদ্দিনের ছেলে ইদ্রিছ আলী (২৬), বরইউড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে সজিব মিয়া (১৮), বাওয়ালীপাড়া গ্রামের মামুন মিয়া (১৯), বরইউড়ি গ্রামের মজনু মিয়ার ছেলে শাকিল মিয়া (১৮)। এছাড়া ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহারসূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলভীর দোকানের পয়েন্ট হতে একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু সালেহ’র সমর্থকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি বরইউড়ি মাদরাসা পর্যন্ত গেলে নৌকার প্রার্থীর কয়েকজন সমর্থক ‘নৌকা নৌকা’ বলে মিছিলে হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে হামলার একপর্যায়ে একতারা প্রতীকের নির্বাচনী অফিস ও বাড়িতে ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ছয়জন আহত হন।

এ বিষয়ে মোহাম্মদ আবু সালেহ বলেন, ‘নৌকার প্রার্থীর কর্মীরা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আমাদের মিছিলে হামলা করিয়েছেন। এর আগেও বাংলাবাজারে নৌকার সমর্থকরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন। সন্ধ্যায় মিছিলে হামলার পর ১৫ মিনিটের ভিতরে আমার নির্বাচনী অফিস ও বাড়িতে হামলা হয়েছে।’


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল