২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সুনামগঞ্জ-৫

নির্বাচনী মিছিলে হামলা-অফিস-বাড়িঘর ভাঙ্গচুর, আহত ৬

নির্বাচনী মিছিলে হামলা-অফিস-বাড়িঘর ভাঙ্গচুর, আহত ৬ - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একাতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু সালেহ'র নির্বাচনী মিছিলে হামলা, নির্বাচনী অফিস, বাড়িঘর ভাঙ্গচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে। এ দিকে ঘটনার খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আবু সালেহের সমর্থকরা জানান, সন্ধ্যায় একতারার সমর্থকরা একটি মিছিল নিয়ে প্রার্থীর বাসভবন থেকে বাংলাবাজারের
দিকে যাচ্ছিলেন। এ সময় মিছিলটি বরইউড়ি মাদরাসার পাশাপাশি এলে নৌকার পোস্টার লাগানো কয়েকটি মোটরসাইকেল থেকে নেমে নৌকার সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা ঘটায়। একপর্যায়ে নির্বাচনী অফিস, বাড়িঘর ভাঙ্গচুর করে। হামলায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংসদ সদস্য প্রার্থী আবু সালেহ অভিযোগ করে বলেন, আমার শান্তিপূর্ণ নির্বাচনী মিছিলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আওয়ামী লীগের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এস ময় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিলে হামলা করে এবং বেধড়ক মারধর করে। একপর্যায়ে তারা নির্বাচনী অফিস, সংসদ সদস্য পদপ্রার্থীর বাড়িঘর ভাঙচুর করে।

ঘটনাস্থল পরিদর্শন করে এএসপি (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেছেন, একতারা প্রতীকের মিছিলে হামলা, ভাঙচুরের ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে সহকারী রিটার্নিং অফিসার ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান, একতারা প্রতীকের মিছিল হামালার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল