২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
সুনামগঞ্জ-৫ আসন :

দোয়ারাবাজারে নির্বাচনী প্রচারণায় কেন ৩ প্রার্থীর স্ত্রী!

- ছবি : নয়া দিগন্ত

নির্বাচনের বাকি মাত্র দু’দিন হাতে দম ফেলানোর সময় নেই প্রার্থীদের। তাই সকাল থেকে গভীর রাত, এমনকি ভোর পর্যন্ত থাকতে হচ্ছে প্রচরণায়। সাথে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি করে নিজেদের স্বামীকে বিজয়ী করতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের স্ত্রী’রাও।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে এমন চিত্র দেখা গেছে। যা আগে নির্বাচনে গ্রামগঞ্জে এমন চিত্র কখনো দেখা যায়নি। আসনটিতে প্রার্থীদের পাশাপাশি দিন রাত বিরামহীনভাবে প্রচারণায় দেখা যাচ্ছে তিনজন প্রার্থীর স্ত্রী-সহ নিকট আত্মীয় একাধিক নারীদের। প্রার্থীদের স্ত্রীর এমন প্রচারণা আর মিটিং মিছিলে যেমন আলোচনা সৃষ্টি হয়েছে তেমনি জন্ম দিয়েছে নানান সমালোচনার।

কেউ বলছেন ভোটারদের উপস্থিতি বাড়াতে প্রার্থীদের স্ত্রীর এমন আয়োজন। কেউ আবার বলছেন স্বামীর পরবর্তী আসন দখলে পরিচিত লাভ মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীর স্ত্রী’রা।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ-৫ আসনের চারবারের সংসদ সদস্য বর্তমান আওয়ামী লীগের প্রার্থী মুহিবুর রহমান মানিকের স্ত্রী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী ও বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সালেহ’র স্ত্রী। সকাল থেকে ভোর রাত পর্যন্ত সংসদীয় আসনের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণায় ব্যস্ত দিন কাটাচ্ছেন। তারা বেশ কয়েক দিন ধরে ছাতক-দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে নারীদের মাঝে স্বামীর প্রতীকের পক্ষে প্রচারণায় উঠান বৈঠকে ব্যস্ত রয়েছেন।

মুহিবুর রহমান মানিকের স্ত্রী শামীমা ফেরদৌস লুনা জানান, ‘তিনি যেখানেই যাচ্ছেন সাধারণ ভোটাররা তাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করছেন এবং নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি আশাবাদী উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোটারা যে সাড়া দিচ্ছেন মুহিবুর রহমান মানিক এবারো নির্বাচিত হবেন। তার সাথে নৌকার প্রচারণায় রয়েছেন ছাতক উপজেলা ও দোয়ারাবাজার উপজেলার দুই মহিলা ভাইস চেয়ারম্যান।

আলাপকালে বাংলাবাজার ইউনিয়নের ভোটার আয়শা আক্তার বলেন, ‘আগামী রোববার (৭ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন, আমার বাবার বাড়ির পরে শশুর বাড়িতে এসে প্রথম আমি জাতীয় নির্বাচনে ভোট দিব। এখানে ভোটের প্রচারণা বেশ ভালোভাবেই চলছে, দু’দিন আগে আমাদের পাড়াতে নৌকার প্রার্থীর স্ত্রী এসেছিলেন। আমরা মহিলারা দল বেধে উনাকে দেখতে গিয়েছিলাম। পরে উঠান বৈঠকে উনার বক্তব্য শুনেছি বেশ ভাল লেগেছে। শুনেছি উনি উচ্চ শিক্ষিত মহিলা তাই উনার কথাবার্তা বেশ সুন্দর। তিনি আমাদের সাথে বেশ আন্তরিকভাবে কথাবার্তা বলেছেন আর আমরা এলাকার কয়েকটি রাস্তা পাকা করণের দাবি জানিয়েছি একই সাথে উনার স্বামীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি।’

এ দিকে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শামিম আহমদ চৌধুরী’র স্ত্রী রাহিমা আহমেদ চৌধুরী ও রয়েছেন স্বামীর পক্ষে বিরামহীন প্রচারণায়। তিনিও কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে থাকেন প্রচারণাতে। সাথে থাকে বিভিন্ন এলাকার নারী সমর্থক অনেকে।

নরসিংপুর এলাকার ভোটার কুলসুমা আক্তার বলেন, ‘সত্যি কথা বলতে কি নির্বাচনে আগের মতো জৌলুস নেই, তবুও প্রার্থীরা আসছেন বাড়ি বাড়ি।

তিনি আরো জানান, ‘মুহিবুর রহমান মানিককে চারবার ভোট দিয়ে এমপি বানিয়েছি। এবার শামিম আহমদ চৌধুরীকে ভোট দিব। এলাকার সবাই এবার পরিবর্তন চাই।

অন্যদিকে, তফসিল ঘোষনার আগ থেকেই স্বামীর প্রচারণায় ব্যস্ত দিন পার করছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সালেহ’র স্ত্রী লায়লী আক্তার লাকী। স্বামীর প্রতীক বরাদ্দের পর আরো জোরেশোরে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। এ পর্যন্ত কমপক্ষে ৩০টি পথ-সভাও করেছেন তিনি। স্বামী এমপি নির্বাচিত হওয়ার পর বাস্তবায়ন করবেন এমন উন্নয়ন পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন। স্বামীর নির্বাচনী প্রচারণার পাশাপাশি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করারও ঘোষণা দিচ্ছেন তিনি।

জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর স্ত্রী’দের এমন প্রচারণায় আর স্বামীর পক্ষে প্রতিশ্রুতির বক্তব্য শুনতে অনেক দূর-দূরান্ত থেকে নারীর পাশাপাশি আসছেন শত শত পুরুষ ভোটার।

সাধারণ ভোটারদের মতে, ভোটের মাঠে প্রচারণার জন্য আত্মীয় স্বজন বা পরিবার পরিজন নামবে এটা খুব স্বাভাবিক এতে ভোটাররা আরো উৎসাহিত বোধ করে। এমনকি প্রার্থীর স্ত্রী’রা যেখানে যায় মানুষ তাদের দেখছে এবং তাদের কথা শুনতে আরো বেশি ভীড় জমান। এতে নির্বাচনের পরিবেশ আরো সুন্দর হয়ে উঠছে।

আবার কেউ কেউ বলছেন, বিএনপি নির্বাচনে না আসায় আগের মতো আর ভোটারদের মনে আমেজ নেই। পুরুষ ভোটাররা ভোট দিতে গেলেও বেশিরভাগ নারী ভোটাররা ভোট কেন্দ্রে যেতে নারাজ। তাই ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিত বাড়তে প্রার্থীরা তাদের স্ত্রী দিয়ে দিন রাত সমান তালে নারীদের উঠান বৈঠক পরিচালনা করছেন।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল