সিলেটে অবতরণের সময় দুই উড়োজাহাজে ধাক্কা
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ জানুয়ারি ২০২৪, ২৩:৩৪
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজের পাখার সাথে অন্য উড়োজাহাজের ধাক্কা লেগেছে। এতে দুটি উড়োজাহাজেই যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
মঙ্গলবার (০২ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছিল পাঁচটি ফ্লাইট। এ সময় দুটি উড়োজাহাজ অবতরণের সময় একটির পাখার সাথে অন্যটির ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
হাফিজ আহমদ বলেন, যান্ত্রিক ত্রুটি দেখা দেয়া দুটো উড়োজাহাজের যাত্রীকে অন্য একটি ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটো উড়োজাহাজের মধ্যে মেরামত শেষে মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে একটি উড়োজাহাজ ছেড়ে গেছে। অন্যটির মেরামত চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা