২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নবীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আজাদ, সম্পাদক সেলিম

নবীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আজাদ, সম্পাদক সেলিম - ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের সরাসরি গোপন ভোটের নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের এম এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের সেলিম তালুকদার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ শহরস্থ হবিগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলোতে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ১৩ পদে মোট ২০ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। ৩৮ জন ভোটারের মধ্যে ৩৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসে থাকায় তিনজন ভোটার অংশ গ্রহণ করতে পারেনি।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নাহিজ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের এম এ বাছিতের প্রাপ্ত ভোট ১৩টি ও দৈনিক সমকালের এম এ আহমদ আজাদও পেয়েছেন ১৩ ভোট এবং দৈনিক সিলেট মিররের আনোয়ার হোসেন মিঠু পান নয়টি ভোট।

সভাপতি পদের দু’জনের সমানসংখ্যক ভোট হওয়ায় নবীগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ওই দিন সন্ধ্যায় পুনরায় ওই দুই প্রার্থীর মধ্যে গোপন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় দফা নির্বাচনে এম এ বাছিত তিন ভোট পান ও এম এ আহমদ আজাদ ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাকের মো: সেলিম তালুকদার ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো: আলমগীর মিয়ার প্রাপ্ত ভোট ১২। সাধারণ সম্পাদক পদে একটি ভোট বাতিল বলে গণ্য হয়।

এছাড়া সহ-সভাপতি পদে এম এ মুহিত, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তৌহিদ চৌধুরী ও অর্থ সম্পাদক পদে মো: শওকত আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাহী সদস্য পদে ১২ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন রাকিল হোসেন, শাহ সুলতান আহমদ, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, আশাহিদ আলী আশা ও হাবিবুর রহমান চৌধুরী শামীম।

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাহিজ। অন্য নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ হলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক প্রদীপ দাস, সাবেক সভাপতি রাসেল চৌধুরী, যুগ্ম সম্পাদক শাকিল চৌধুরী ও প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না।


আরো সংবাদ



premium cement
জোগাড় হলো না বাজারের টাকা, লাশ হয়ে ফিরলেন তুহিন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তির মৃত্যু ব্যাটে-বলে ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব ভারতে নারী সামরিক অফিসারদের নিয়ে নেতিবাচক রিপোর্ট ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না।

সকল