২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শায়েস্তাগঞ্জের শাওন ৪৩তম বিসিএস প্রশাসনে প্রথম

শায়েস্তাগঞ্জের শাওন ৪৩তম বিসিএস প্রশাসনে প্রথম - ছবি : নয়া দিগন্ত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের শানিরুল ইসলাম শাওন সরকারি কর্ম কমিশনের চূড়ান্ত তালিকায় সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

শাওনের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এছাড়া শাওন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাবেক শিক্ষার্থী।

জানা যায়, চূড়ান্ত তালিকায় মোট দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশ প্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন বুটেক্সের ৪০তম ব্যাচের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী শানিরুল ইসলাম শাওন।

এর আগে ৪১তম বিসিএস-এ শাওন বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রেজাল্ট পরবর্তী ফেসবুকের এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে শাওন লিখেন, শোকর আলহামদুল্লিাহ। ৪৩তম বিসিএস পরীক্ষায় আমি প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অর্জন করে সুপারিশ প্রাপ্ত হয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য।


আরো সংবাদ



premium cement