২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শীতকালীন সবজির দামে আগুন বিপাকে নিম্নআয়ের মানুষ

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাইকারি ও খুচরা কাঁচা বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে। তবে গত কয়েক দিনের তুলনায় উপজেলার বাজারগুলোতে সবজির আমদানি বাড়লেও গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে প্রতি কেজি সবজিতে ১০ থেকে ২০ টাকা করে দাম বেড়েছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারে সবজির আমদানি আছে, পাইকারি ব্যবসায়ীরা চড়া দামে সবজি কেনায় খুচরা ব্যবসায়ীরা বিপাকে পড়েছে। এর ফলে চড়া মূল্যে কিনে খুচরা বাজারে বিক্রি করতে হচ্ছে।

এ দিকে, বাজারগুলোতে সবজির দাম বেশি থাকায় কেউ কেউ আবার অন্য জেলা থেকে সবজি আমদানি করছেন। নিয়মঅনুযায়ী স্থানীয় এলাকা থেকে সবজি কিনে খুচরা বাজারে বিক্রি করে লাভবান বেশি হওয়ার কথা থাকলেও পরিবহন খরচ দিয়ে অন্য জেলা থেকে সবজি এনে কম দামে বিক্রি করে লাভবান হওয়ার আশায় উপজেলার খুচরা ব্যবসায়ীরা।

রোববার দোয়ারাবাজার উপজেলার হাটবাজার ও কাঁচাবাজারগুলো ঘুরে এমন চিত্রই চোখে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। বাজারদর সহনশীল রাখতে বাড়তি উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু জানিয়েছেন, আবারো বাজারদর ঊর্ধ্বমুখী না হয় সেজন্য স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

কাঁচামালের মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যবসায়ী আশক আলী জানান, শীতের এই মৌসুমে কাঁচামালের ঘাটতি না থাকলেও স্থানীয় বাজারগুলোতে পাইকারি ব্যবসায়ীরা সবজি বেশি দামে কিনে নিচ্ছে। ফলে এলাকার সবজি কিনে খুচরা বিক্রি করা সম্ভব হচ্ছে না। ভৈরব থেকে সবজি আনতে শুরু করেছেন বাজারের ব্যবসায়ীরা। তুলনা অনুযায়ী স্থানীয় বাজারগুলোতে শীতকালীন সবজি কম দামে বিক্রি হওয়ার কথা থাকলেও ভৈরব থেকে স্বল্প ব্যয়ে সবজি আনছেন তারা।

তিনি জানান, পরিবহন খরচ ও মজুরিসহ আনুষঙ্গিক সব খরচ মিলিয়ে একটু বেশি পড়ে যায় তবুও স্থানীয় সবজির বাজার থেকে প্রতি কেজি সবজির দাম কম পড়েছে।

অন্যদিকে, গত বাজারে প্রতি কেজি আলু ৫০ টাকা খুচরা বিক্রি হলেও আজকের বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকা, ফুলকপি গত বাজারে ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে প্রতি কেজি ৬০ টাকা, বাঁধাকপি গত বাজারে প্রতি পিছ ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হলেও আজকের বাজারে ৪০ থেকে ৪৫ টাকা, শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা, টমেটো গত বাজার ছিল ৫০ থেকে ৬০ টাকা, আজকের বাজারে ৭০ টাকা।

এ দিকে, গত বাজারের দরে শষা, শিম, কালা, বেগুন, কাঁচা মরিচ, লাউ, লাল শাক বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে চাল, ডাল, তেল, পেঁয়াজ, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনু জানান, পচনশীল পণ্যের দ্রব্যমূল্য কিছুটা ওঠা-নামা করে। কাঁচাবাজারে সবজির দাম স্বাভাবিক রাখতে মনিটরিং অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতে নলকূপ থেকে পানি নেয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা চ্যাম্পিয়ন্স ট্রফি : পাকিস্তানকে ৫৯১ রুপি দিয়ে সমাধানের ভাবনা আইসিসির এবার লিভারপুলের কাছে আটকে গেল রিয়াল মাদ্রিদ উত্তরসূরী হিসেবে রাউহির নাম ঘোষণা করলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট ‘বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে প্রস্তুত আইসিসি’ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার পেল অধিকার মারবা? পারবা না। ৩ আমেরিকানকে মুক্তি দিলো চীন আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান

সকল