২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ - প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংর্ঘষ হয়েছে। এতে প্রতিপক্ষের হামলায় আলিফ মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত আলিফ মিয়া বড় ভাকৈর গ্রামের আইন উল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাকৈর গ্রামের খসরু মিয়ার ফিশারি লিজ নিয়ে তিন বছর ধরে মাছ চাষ করছেন আকবর উল্লাহর ছেলে আজাদ মিয়া (৫৫)। ওই ফিশারিতে মাছ ধরাকে কেন্দ্র করে আজাদ মিয়াদের সাথে একই গ্রামের জাহিদ উল্লাহর ছেলে মাসুক মিয়া পক্ষের বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে আজাদ মিয়ার পক্ষে আলিফ মিয়া এবং মাসুক মিয়ার পক্ষে তোহেল মিয়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন আলিফ মিয়া। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানের চিকিৎসক সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী জানান, এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement