১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

রাজানগরে সন্তান সম্ভবা স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাজানগরে সন্তান সম্ভবা স্ত্রীকে হত্যা, স্বামী আটক। - ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে সন্তান সম্ভবা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শাকিল মিয়া (৩০) নামে। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ আগস্ট) সকালে উপজেলার কামারচাক ইউনিয়নের হায়পুর পশ্চিম কালাইগুল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার (২২) উপজেলার কামারচাক ইউনিয়নের পশ্চিম কালাইগুল গ্রামের মরহুম কামিল মিয়ার মেয়ে এবং শাকিল মিয়া একই ইউনিয়নের আদমপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে শাকিলের সাথে শারমিনের বিয়ে হয়। তাদের সংসারে রবিউল হাসান (২) নামে এক ছেলে রয়েছে। নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে মাদকাসক্ত শাকিল স্ত্রীর ওপর নির্যাতন করে আসছিলেন। নির্যাতন সহ্য করতে না পেরে শারমিনের মা রুবিনা বেগম গত ঈদুল আযহার আগে অন্তসত্বা মেয়েকে নিজের বাড়ি নিয়ে আসেন। ঘটনার দিন সকাল ৯টার সময় শাকিল শারমিনকে আনতে শ্বশুরবাড়ি যান। এ সময় রুবিনা বেগম কাজের জন্য বাড়ির বাহিরে ছিলেন। শারমিন শাকিলের সাথে যেতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে শাকিল স্ত্রীকে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন এবং পালিয়ে যায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠায়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, নিহতের স্বামী শাকিল চট্টগ্রামে কাজ করেন। তিনি মাদকাসক্ত বলে এলাকার লোকজন জানিয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো।

ঘাতক স্বামীকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement
ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার যুদ্ধবিরতির অনুমোদন নবাবগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, গ্রেফতার ২ হাসিনার অপরাধের সমর্থনদাতাদের ক্ষমা চাওয়ার আহবান আমীর খসরুর ছাদের টাইলস ধসে আহত অর্জুন কাপুর অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে এমপি পদও ছাড়তে হবে : ফাহমিদা খাতুন সংস্কারের নামে বিরাজনীতিকরণের দূরভিসন্ধি দেখতে চাই না : আসাদুজ্জামান রিপন রোববার সকাল সাড়ে ৮টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর : কাতার দ্বিস্তর টেস্টের পক্ষে-বিপক্ষে যা বলছে ক্রিকেট বিশ্ব বান্দরবানে ডাম্প ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত চোরদের মাধ্যমে আর নির্বাচন করিয়েন না মাদারগঞ্জে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

সকল