১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

সিলেটের সাদাপাথরে এক পর্যটক নিখোঁজ

সিলেটের সাদাপাথরে এক পর্যটক নিখোঁজ। - ছবি : নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে ঘুরতে এসে ছালাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

রোববার (২ জুলাই) সাদাপাথর পর্যটন স্পটে দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ছালাম রাজধানীর মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত কালামের ছেলে।

বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ যুবকের সাথে থাকা মো: সাজ্জাদ হোসেন শাহিন জানান, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদাপাথর বেড়াতে আসেন। সেখানে তারা সকলেই গোসল করতে নামেন। এ সময় তারা দু’জন নদী সাঁতরে পাড় হওয়ার সময় পানির প্রবল স্রোতে ছালাম নিখোঁজ হন।


আরো সংবাদ



premium cement