১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

সিলেটে আবাসিক হোটেল থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

- ছবি : প্রতীকী

সিলেটে আবাসিক হোটেল থেকে নাজিম উদ্দিন নাজির (৬০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে নগরের বন্দর বাজারের হোটেল আল ফয়েজ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ভিক্ষুক হোটেলের দ্বিতীয় তলার ১২ নম্বর কক্ষে ভাড়া থাকতেন।

মৃত নাজির সুনামগঞ্জের জামালগঞ্জ উপজলার হরিনগর গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নাজিম উদ্দিন নাজির ভিক্ষাবৃত্তি শেষে শনিবার রাতে হোটেলে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে ঘুম থেকে না উঠলে হোটেলের কর্মচারীরা তাকে ডাকাডাকি করেন। এ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, এটি একটি স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ব্যক্তি নগরীতে ভিক্ষা করতেন।


আরো সংবাদ



premium cement