২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে গ্রেফতার যুবক

-

মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম প্রীতম দাশ। তিনি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামে একটি সংগঠনের কর্মী।

শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ৭ জুলাই প্রীতম পাকিস্তানি লেখক সাদত হাসান মান্টোর একটি উক্তি ফেসবুকে শেয়ার করেন। ওই পোস্টের স্ক্রিনশট ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে অস্থিরতা সৃষ্টি হয়।

এরপর ২৯ আগস্ট স্থানীয় বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা প্রীতমের পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন এবং কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। ৩১ আগস্ট স্থানীয়রা প্রীতমকে গ্রেফতারের দাবিতে মিছিল বের করে। এরপর প্রীতম আত্মগোপনে যায়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির জানান, গত সপ্তাহে বাংলাদেশ ছাত্রলীগের নেতা মাহবুব আলম ভূঁইয়া প্রীতমের বিরুদ্ধে মামলা করে। যার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement