কমলায় রোগ বালাইয়ে দুশ্চিন্তায় চাষি
- মোঃ মিজানুর রহমান চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা
- ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৪
নির্জন পাহাড়ি এলাকায় চারিদিকে শুনশান নিরবতা। এরই মাঝে হবিগঞ্জের চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের জালিয়া বস্তি গ্রামে একটি চায়না কমলার বাগান। যার মালিক সালেহ উদ্দিন লালু মিয়া। চার একর জমিতে তিনি রোপণ করেন এক হাজার ২০টি চায়না কমলা গাছ।
এই কমলাগুলো দেখতে ছোট হলেও খেতে অনেক মিষ্টি। দেখতে গাঢ় সবুজ হলেও মৌসুমের শুরুতেই টকটকে লাল হয়ে যায়। শীতের মাঝামাঝি এই কমলার উৎপাদন সবচেয়ে বেশি হয়। তবে বিভিন্ন রোগ বালাইয়ে ইতোমধ্যে ১২০টি গাছ মারা গেছে।
কৃষি অধিদফতরের পরামর্শ ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন কীটনাশক দিয়ে বাকি গাছগুলো টিকিয়ে রেখেছেন সালেহ উদ্দিন।
কাঠবিড়ালী এবং প্রজাপতির আক্রমণে ইতোমধ্যে অনেক কমলা নষ্ট হয়ে গেছে। তাই সালেহ উদ্দিন তার বাগানের প্রতি চুনারুঘাট উপজেলা কৃষি অফিসের সুদৃষ্টি কামনা করেছেন।
তিনি বলেন, কৃষি অধিদফতর যদি আমাকে সহযোগিতার হাত বাড়ায় তাহলে বছরে দু’তিন লাখ টাকার কমলা বিক্রি করা সম্ভব হবে।
চলতি বছর অনুকূল প্রকৃতি এবং বিভিন্ন রোগ বালাই থেকে রক্ষা পেলে বছর শেষে এক লাখ টাকার কমলা বিক্রি করার সম্ভাবনার কথাও জানান সালেহ উদ্দিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা