২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুনামগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে কাতার চ্যারিটির রিলিফ

সুনামগঞ্জে ২০ হাজার মানুষের মাঝে কাতার চ্যারিটির রিলিফ - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি।

শনি ও রোববার সুনামগঞ্জের দুটি উপজেলা শাল্লা ও মধ্যনগরে এই ত্রাণ বিতরণ করা হয়। কাতার চ্যারিটির একটি প্রতিনিধি দল এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন দুটি উপজেলার স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

খাদ্রসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দু’কেজি তেল, এক কেজি লবণ, দু’কেজি আলু, দু’কেজি চিড়া, এক কেজি গুড় ও ১০টি মোমবাতি ।

ত্রাণ বিতরণে অংশ নিয়ে শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাস বলেন, কাতার চ্যারিটির এটি একটি মানবিক উদ্যোগ। এই অঞ্চলের অধিকাংশ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ ঘরবাড়ি হারিয়েছে, কেউ হারিয়েছে আয়ের সমস্ত উৎস। এমন অবস্থায় দরিদ্র মানুষদের জন্য সাহায্য খুবই প্রয়োজন। কাতার চ্যারিটিকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ধন্যবাদ জানান।

কাতার চ্যারিটির প্রকল্প পরিচালক সোহেল আলম জানান, যেকোনো দুর্যোগে কাতার চ্যারিটি অসহায় মানুষের পাশে থাকে। আগামীতেও অসহায় ও দরিদ্র মানুষের জন্য এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement