২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিলেটে এনজিও কর্মকর্তা খুন : গ্রেফতার ৩

সিলেটে এনজিও কর্মকর্তা খুন : গ্রেফতার ৩ - ছবি : প্রতীকী

সিলেটে এনজিও কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খুনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বুধবার রাতে দক্ষিন সুরমা উপজেলার রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন (৫১) খুন হন। তিনি ভোলা জেলার সদর থানার শ্যামপুর গ্রামের মৃত লতিফ শিকদারের ছেলে ও এনজিও সীমান্তিকের এডমিন অ্যান্ড একাউন্টের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রশিক্ষণের কাজে তিনি সিলেটে এসেছিলেন। এ ঘটনায় তার ভাই বাবুল শিকদার বৃহস্পতিবার অজ্ঞাতপরিচিতদের বিরুদ্ধে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মাহফুজুর রহমান বিপ্লব (২০) নামের এক যুবককে গ্রেফতার করে। তিনি নগরীর মোমিনখলা এলাকার বাসিন্দা। তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার সটিয়াজুরী গ্রামের মৃত নুর হোসেনের ছেলে সজিব আহমদ সোলেমান (২১) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার লিয়াকতগঞ্জ গ্রামের মোস্তফা আহমদের ছেলে জালাল আহমদকে (১৯) পুলিশ গ্রেফতার করে। সোলেমান খোজারখলায় এবং জালাল ভার্থখলা এলাকায় বসবাস করছিলেন। এ সময় সোলেমানের কাছ থেকে দু’টি চাকু উদ্ধার করা হয়। পরে তারা দু’জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement