সিলেটে চা-শ্রমিকদের ধর্মঘট অব্যাহত
- সিলেট ব্যুরো
- ২৬ আগস্ট ২০২২, ২০:৪৩
দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ১৩তম দিনের মতো টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চা-শ্রমিকরা। তবে এখন পর্যন্ত তাদের দাবি পূরণে কোনো উদ্যোগ নেই। ফলে দীর্ঘদিন ধরে চা শিল্পে বিরাজ করছে অচলাবস্থা। শুক্রবারও যথারীতি কাজে যোগ দেননি শ্রমিকরা। বন্ধ ফ্যাক্টরিগুলোও। তবে, শুক্রবার কোনো বিক্ষোভ কর্মসূচি নেই।
চুক্তি নবায়ন ও দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে ২ ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেন চা-শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে প্রশাসন ও মালিকপক্ষের সাথে কয়েক দফা বৈঠক ও আলোচনা হলেও ৩০০ টাকা মজুরি নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা।
এ দিকে প্রধানমন্ত্রী শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে চা বাগান মালিকদের সাথে সভা করবেন শনিবার বিকাল ৪টা থেকে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
শ্রমিকরা জানান, কেবলমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কাজে যোগ দেবেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা