১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু, আহত ১৫

তাহিরপুরে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে জমিতে বাদাম তোলার সময় বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময় কমপক্ষে আরো ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুন্দরপাহাড়ি গ্রামের পাশে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

মৃত তিন শিশু হলো সুন্দরপাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম (১২) ও আবুল আজিজের ছেলে আমিরুলের (১১)।

স্থানীয়রা জানান, সকাল থেকে ১৫-২০ জন চিনাবাদাম তোলার কাজ করছিলেন। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি। এক পর্যায়ে আকস্মিক বজ্রপাতে ক্ষেতেই তিন শিশু মারা যায়। এ ঘটনায় আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর বলেন, বজ্রপাতে যারা মারা গেছেন তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল লতিফ তরফদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে।


আরো সংবাদ



premium cement