২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তার বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম শাখাওয়াত হোসেন হাদি (১৯)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্বভাগ কলাশহর গ্রামের মো: হানিফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাখাওয়াত হোসেন হাদি ঢাকায় থাকেন। বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ বলেন, লাশ উদ্ধার করে
ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement