শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
- তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২১, ২০:২৬
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মলাই মিয়া ও হামিদ মিয়া দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ও বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামে দু’দফা এ সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন সাহারা বেগম (৩৫), জুলেহা বিবি (৬০), সেলিনা বেগম (৩৫), ফরিদ মিয়া (৩৫), দুলাল মিয়া (৩৭), মানিক মিয়া (৫০), সামিদ মিয়া (৪৫), আবু বক্কর (৪০), বোরহান মিয়াসহ (২৭) ৩০ জন আহত হয়েছেন। আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর আহতের মধ্যে নারীসহ তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার ধরুন গ্রামের হামিদ মিয়ার ছেলে নজির হোসেনের সাথে মনিকের ছেলে মামুনের খেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে মলায় মিয়া ও হামিদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষের লোকজন অন্য পক্ষের বাড়ি হামলা চালায়। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান ও এএসআই রাজু বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।