সুনামগঞ্জে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন, ঘাতক আটক
- সুনামগঞ্জ সংবাদদাতা
- ২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২, আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ মঙ্গলবার সকালে ঘাতক স্বামীকে আটক করেছে।
এ ঘটনায় নিহত স্ত্রীর নাম মোসা: আফিয়া বেগম (৩৮)। আটক স্বামী রাজু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্বামী-স্ত্রী জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকায় একটি কলোনিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সোমবার রাতে তাদের মধ্যে পরিবারিক কলহ হয়। এর একপর্যায়ে স্বামী ধারালো দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দিলে তিনি রক্তাক্ত হয়ে মাঠিতে লুঠিয়ে পড়েন। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার এসআই রাজিব আহমদ জানান, পরিবারিক বিরোধে স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।