নবীগঞ্জে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
- নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
- ২৭ আগস্ট ২০২০, ২০:৫৯
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদী থেকে ওই লাশ উদ্ধার করে নবীগঞ্জ থানা ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ বান্দের বাজার সংলগ্ন বিবিয়ানা নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ ও ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ জানান, বিবিয়ানা নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।