বিশ্বম্ভরপুর বজ্রপাতে কৃষক নিহত
- তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ০৮ আগস্ট ২০২০, ১১:৪৪
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বজ্রাঘাতে জমিতে কাজ করা অবস্থায় আব্দুর রহিম (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
তিনি উপজেলার পলাশ ইউনিয়নের মাঝেরগাঁও গ্রামের নুর হোসেনের ছেলে।
সকাল সাড়ে ছয়টায় মাঝেরঁগাও গ্রামে বাড়ির দক্ষিণে ফসলি জমিতে বজ্রাঘাতের ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের সম্পর্কে ভাতিজা এইচ এস হাবিবুর রহমান কদ্দুছ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, কয়েক দিন টানা রোদের কারণে জমি শুকিয়ে ছিলো। শনিবার সকালে বৃষ্টি শুরু হলে চাচা আব্দুর রহিম ট্রাক্টর নিয়ে সকাল সাড়ে ছয়টার সময় বাড়ি দক্ষিণে নিজের ছোট কিত্তা (চাষযোগ্য জমি) কাজ করছিলেন। বৃষ্টি বাড়ার সাথে বজ্রপাতও হচ্ছিল। কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রাঘাতে আক্রান্ত হলে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা