২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তাহিরপুরে ভারতীয় বিড়িসহ তিনজন আটক

তাহিরপুরে ভারতীয় বিড়িসহ তিনজন আটক - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর বাজারে মাদক সেবন করে মাতলামী করে বিশৃস্খলা সৃষ্টিকালে দুই মাদকাসক্তকে ও ভারতীয় নাসির উদ্দিন বিড়িসহ এক জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে রিয়াজুর রহমান, একই গ্রামের শামসুল হকের ছেলে ইয়াসমিন মিয়া এবং হুমায়ুন মিয়া উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা।    

পুলিশ জানায়, উপজেলার সদরের বাজারে মাদক সেবন করে বৃহস্পতিবার রাতে বাজারে যাতায়াতকারী লোকজনের সাথে অসদাচরণ ও বিশৃস্খলা ঘটানোর চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী আমাদের অবহিত করেন। এরপর সেকেন্ড অফিসার এসআই দীপঙ্কর বিশ্বাস ভাটি তাহিরপুরের রিয়াজুর রহমান ও একই গ্রামের ইয়াসিন মিয়া নামে দুই মাদকাসক্তকে আটক করেন।

এসআই দীপঙ্কর বিশ্বাস বলেন, সুনামগঞ্জ পুলিশ সুপার মো: মিজানুর রহমানের (বিপিএম) বিশেষ নির্দেশনায় থানার ওসি মো: আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলার উওর শ্রীপুরের শ্রীপুর বাজার থেকে  বৃহস্পতিবার রাতে হুমায়ুনকে কার্টন ভর্তি ভারতীয় বিড়ির চালানসহ আটক করা হয়। পরে তার হেফাজত হতে পাঁচ (৫) হাজার পিস আমদানি নিষিদ্ধ অতিরিক্ত নিকোটিনযুক্ত ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয়।

এদিকে উপজেলার ৭টি ইউনিয়নে ভারতীয় নাসির উদ্দিন বিড়ির মহাল ও মাদকদ্রব্য চালাচ্ছে একটি সিন্ডিকেট বলে অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে কিছু সাংবাদিক পরিচয়ধারীরা মাসোহারা নিচ্ছে বলেও জানা গেছে। তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দাবি জানান স্থানীয় এলাকাবাসী। না হলে উঠতি বয়সী যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান, এই উপজেলায় কোনো অন্যায় কাজ করতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। গত কয়েক দিন ধরে অভিযান চালিয়ে ভারতীয় বিড়িসহ মাদক ব্যবসায়ীদেরকে আটক করে আদালত পাঠানো হয়েছে। 


আরো সংবাদ



premium cement
গণমাধ্যমে হামলা হলে অবশ্যই ব্যবস্থা নেব : তথ্য উপদেষ্টা নাহিদ গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ

সকল