২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দিরাইয়ে নৌকা ডুবিতে নানা-নাতির মৃত্যু

দিরাইয়ে নৌকা ডুবিতে নানা-নাতির মৃত্যু - প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে ঘুর্ণিঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নানা-নাতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌণে ১১টায় উপজেলার উজানধল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতদের একজন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর (মাটিয়াখাড়া) গ্রামের মৃত সুরেন্দ্র দাসের ছেলে জয় সুন্দর দাস (৫৫) অপরজন দিরাই উপজেলার সরমঙ্গল ইউপির জারলিয়া গ্রামের রঞ্জিত দাসের ছেলে প্রীতম দাস (৯)। খবর পেয়ে দিরাই থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় দিরাই উপজেলা সদর থেকে ধল বাজার যাওয়ার পথে উজানধল গ্রামের পাশে কালনী নদীতে হঠাৎ ঘুর্ণিঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। নৌকার মালিক ধল গ্রামের সুজন মিয়া জানান, নারী পুরুষ শিশুসহ ১৬ জন যাত্রী নিয়ে দিরাই থেকে উজানধলের কাছে আসা মাত্র নৌকাটি ঘুর্ণিঝড়ের কবলে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় একে একে সবাই উদ্ধার করা হলেও দুজনকে পাওয়া যায়নি।

ইউপি সদস্য লাল মিয়া বলেন, গ্রামবাসী মিলে ডুবন্ত নৌকাটি টেনে বাড়ির ঘাটে ভিড়ানোর পর নৌকার ভেতরে দুজনকে মৃত পাওয়া যায়।

মৃত শিশু প্রীতম দাসের পিতা রঞ্জিত দাস জানান, তিন দিন আগে শশুর জয় সুন্দর দাস তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন ,শনিবার সকালে তার ছেলে প্রীতমকে নিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে দুজনই নৌকা ডুবিতে মারা যান।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, নৌকা ডুবির খবর পেয়ে দিরাই থানার এস আই চৌধুরী গোলাম মোর্শেদ ফাত্তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুটি লাশই তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা

সকল