২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাসিমকে নিয়ে কটূক্তি : বানিয়াচংয়ে একজন আটক

সিকান্দার হোসাইন আকবরী - ছবি : সংগৃহীত

সদ্য মারা যাওয়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তির অভিযোগে হবিগঞ্জের বানিয়াচংয়ে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর রাতে পৈলারকান্দি পুলিশ ফাঁড়ি থেকে অভিযান চালিয়ে সিকান্দার হোসাইন আকবরী (২৭) নামে ওই ব্যক্তিকে আটক করে দুপুর ২টার সময় বানিয়াচং থানায় সোপর্দ করা হয়।

সিকান্দার হোসাইন বানিয়াচং উপজেলার ১৪ নং মুরাদপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সমন আলী ফকিরের ছেলে।

এলাকাবাসী ও বানিয়াচং থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সিকান্দার হোসাইন আকবরী ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত আছেন।

অভিযোগে জানা যায়, বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর তাকে কটাক্ষ করে সিকান্দার হোসাইন আকবরী তার ফেসবুক আইডি থেকে গত ১৩ জুন অপরাহ্নে একটি পোস্ট দেন। বিষয়টি নিয়ে মুরাদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থক ও সাধারণ সচেতন মানুষের দৃষ্টিগোচর হলে স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় মানুষের উত্তেজনা নিরসনে পৈলারকান্দি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত ইনচার্জ অভিযুক্ত সিকান্দর হোসাইন আকবরীকে আটক করে বানিয়াচং থানায় প্রেরণ করেন।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া জানান, আটক আকবরীসহ যারা যারা মৃত লোকদের নিয়ে কটূ মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা স্বীকার করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হবে।


আরো সংবাদ



premium cement
মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলে নতুন মুখ জ্যাকবস চাঁদপুরে জাহাজ থেকে উদ্ধার আরো ২ জনের মৃত্যু সিরিয়ার শাসকদের সাথে সরাসরি যোগাযোগ নেই : ইরান কারো সাথে সম্পর্ক ভালো করতে গিয়ে আর স্বার্থ বিকিয়ে দেবে না রাশিয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ মার্সেল সিওলাকু পুনরায় রোমানিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত বাংলাদেশে সরবরাহ কমেছে, শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিক্রি করতে চায় আদানি বিপিএলের মিউজিক ফেস্ট শুরু ট্রেন দুর্ঘটনার প্রতিবাদে সার্বিয়ার রাজধানীতে বিক্ষোভ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে

সকল