মদ খেয়ে মাতলামি করায় দুজনকে কারাদণ্ড
- বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা
- ১৬ জুন ২০২০, ১৯:০৯, আপডেট: ১৬ জুন ২০২০, ১৯:০৮
হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই মাতালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত জামান আরা উর্মি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, ১৫ জুন বানিয়াচং থানার এসআই মো: আব্দুস ছত্তারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বড়বাজারস্থ বাসস্ট্যান্ডের পাশে মদ খেয়ে মাতলামি অবস্থায় উপজেলার দরগা মহল্লা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো: সুহেল মিয়া (২৫), ও দত্তপাড়া গ্রামের জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমকে (৩৬) গ্রেফতার করে।
এ ব্যাপারে সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত জামান আরা উর্মি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(গ) ধারা লঙ্ঘন করায় দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।