১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

করোনায় ইউপি সচিবের মৃত্যুতে ধর্মপাশায় শোকসভা

করোনায় ইউপি সচিবের মৃত্যুতে ধর্মপাশায় শোকসভা -

সিলেটে জেলার জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের কর্মরত ইউপি সচিব মো: আবুল হোসেনের সরকারি দায়িত্ব পালনকালে করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার রূহের মাগফেরাতে ধর্মপাশা উপজেলা সচিবদের উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়।

সিলেট জেলার জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের কর্মরত ইউপি সচিব মো: আবুল হোসেন সরকারি দায়িত্ব পালনকালে করোনা রোগে আক্রান্ত হয়ে। হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষার পর করোনা পজেটিভ আসে। তখন তাকে সিলেট শহীদ সামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। আইসোলিশনে থাকা অবস্থায় গত ২২ মে দুপুর দুইটায় মৃত্যুবরণ তিনি করেন।

তার রূহের মাগফেরাতে ২ জুন সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা ইউপি সচিবদের উদ্যোগে উপজেলা পরিষদে এক শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় উপস্থিত ছিলেন, নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মো: মুনতাসির হাসান পলাশ, সেলবরষ ইউপি চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা নূর হোসেন, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান মো: সেলিম আহমেদ, সদর ইউপি সচিব মো: তাহেরুল ইসলাম, রাজাপুর দক্ষিণ ইউপি সচিব বাবুল চৌহান, জয়শ্রী ইউপি সচিব এমদাদুলহক, বংশীকুন্ডা উত্তর ইউপি সচিব আতাউর রহমান তুষার ও সেলবরষ ইউপি সচিব লিটন মিয়া প্রমুখ।


আরো সংবাদ



premium cement