২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

শায়েস্তাগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

-

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রাম থেকে শেখ মো: সোহেল (২৩) ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

মৃত শ্রমিক শেখ সোহেল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শায়েস্তাগঞ্জের অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে চাকরি করে আসছিলেন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের ফারুক মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) আল মামুন। তবে তিনি জানান, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি সোহেলের পরিবারকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তার মৃত্যুর কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement