২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ধান বিক্রয়ে সিন্ডিকেট থেকে কৃষকদের সাবধান করলেন এমপি

ধান বিক্রয়ে সিন্ডিকেট থেকে কৃষকদের সাবধান করলেন এমপি - ছবি : নয়া দিগন্ত

চলতি বোরো সংগ্রহ মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের জন্য কৃষক বাছাইয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুরে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারিতে প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির কৃষকরা অংশগ্রহণ করেন।

বুধবার দুপুর ১২ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লটারির উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

লটারির উদ্বোধনকালে এমপি রতন বলেন, এ বছর সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় জমির ধান কৃষকেরা নিশ্চিন্তে ঘরে তুলেছে এবং ধান পেয়ে কৃষকরা অনেক আনন্দিত। প্রকৃত কৃষকদের ধান বিক্রির সুযোগ নিশ্চিত করতেই আজ (বুধবার) লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়েছে।

এমপি রতন বলেন, লটারিতে নির্বাচিত কৃষক সরাসরি খাদ্য গুদামে ধান বিক্রয় করবে। কিন্তু মাঝে মাঝে শোনা যায় ধান বিক্রয়কে কেন্দ্র করে কিছু সিন্ডিকেট তৈরী হয়। সিন্ডিকেট থেকে আমাদের কৃষক ভাইয়েরা সাবধান থাকবেন। কারণ প্রকৃত কৃষক সরকারের এ সুবিধা থেকে বঞ্চিত হয় শুধু সিন্ডিকেটের জন্য।

উপজেলার ১৩ হাজার ১০৭ জন কৃষকের কৃষি কার্ডের মধ্যে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রত্যেক কৃষক সরকারি গোদামে ২৬ টাকা কেজি দরে এক মে. টন বোরো ধান বিক্রি করার সুযোগ পাবেন। তাহিরপুরে কৃষকদের কাছ থেকে মোট ২ হাজার ৭৭ মে.টন বোরো ধান ক্রয় করা হবে।

উন্মুক্ত লটারি দেয়ার আগে উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সোবহান আখঞ্জী, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা শ্রমিক লীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ প্রমুখ।


আরো সংবাদ



premium cement