২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেট প্রাণীসম্পদ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

সিলেট প্রাণীসম্পদ কর্মকর্তাকে মারধরের অভিযোগ - সংগৃহীত

সিলেট নগরীর টিলাগড়ে ছাগল উন্নয়ন খামার থেকে ফ্রি ‘পাঠা’ না পাওয়ায় জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আহতাবস্থায় ওই কর্মকর্তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে প্রাণীসম্পদ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালকের কার্যালয়ে ঘটে।

বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম জানান, সোমবার ছাত্রলীগের এক নেতা ছাগল উন্নয়ন খামার থেকে ফ্রিতে ‘পাঠা’ নেওয়ার জন্য তার অফিসে যান। এসময় প্রজননের কাজের জন্য ব্যবহৃত এসব ‘পাঠা’ খাবারের জন্য দেওয়া যাবে না জানালে এতে ক্ষুদ্ধ হয়ে ওই ছাত্রলীগ নেতা ফোনে কথা বলেন। এর কিছু সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে যান। তারা চরম দুর্ব্যবহার শুরু করেন। এর প্রতিবাদ করলে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তাকে মারধর করে গুরুতর আহত করেন তারা। পরে তাকে চিকিৎসার জন্য তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি খামারের ‘পাঠা’ আনতে প্রাণীসম্পদ অধিদপ্তরের অফিসে গিয়েছিলেন জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরূপ। ‘পাঠা’ না পেয়ে তিনি ছাত্রলীগ নেতাদের ফোনে জানান, তাকে প্রাণীসম্পদ অফিসে আটকে রাখা হয়েছে। খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে বিভাগীয় প্রাণীসম্পদ কর্মকর্তার সাথে দুর্ব্যবহার করেন এবং জেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে মারধর করেন।

এ ব্যাপারে জানতে কনক পাল অরূপের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে মারধরকারীদের পরিচয় জানাতে পারেননি তিনি।


আরো সংবাদ



premium cement
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দৌলতদিয়ায় ৫২ হাজারে পদ্মার বোয়াল বিক্রি দেশের মেরিন অ্যাকাডেমিগুলোকে আন্তর্জাতিক মানের করা হবে : নৌ-পরিবহন উপদেষ্টা গণঅভ্যুত্থানের চেতনার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : অধ্যাপক মুজিবুর সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের নামে মামলা ইমরান খান ও বুশরার বিরুদ্ধে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় স্থগিত এখন পর্যন্ত পুতিন-ট্রাম্প বৈঠকের আয়োজনের জন্য কোন বাস্তব তাগিদ নেই : ক্রেমলিনের মুখপাত্র চা উৎপাদনের লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে বেশি হবে : টি বোর্ড চেয়ারম্যান ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে ‘শক্তি, প্রত্যয়’ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নেতানিয়াহুর স্ত্রী-মেয়েসহ সোলায়মান জোয়ার্দারের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ নির্বাচনে জয়ী হওয়ার পেছনে মাস্কের নেপথ্য শক্তি হওয়াকে অস্বীকার ট্রাম্পের

সকল