সিলেটে ইন্টার্নসহ ১৩ জন করোনায় আক্রান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ এপ্রিল ২০২০, ১১:২২
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার শনাক্ত হওয়া করোনা আক্রান্তদের মধ্যে এ দুজনসহ সিলেট বিভাগে মোট শনাক্ত হন ১৩ জন। বাকিদের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে পাঁচ ও মৌলভীবাজারের কুলাউড়ায় দুজন।
ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা: হিমাংশু লাল রায় জানান, বুধবার বিকালে সিলেটে মোট ১৮৮ জনের করোনা টেস্ট করা হয়। এর মধ্যে ১৩৪ জনের রিপোর্ট আসে। তার মধ্যে ১৩ জন করোনা পজেটিভ। বাকিরা নেগেটিভ।
করোনায় আক্রান্ত ইন্টার্ন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এবং আক্রান্ত স্বাস্থ্যকর্মী শহীদ শামসুদ্দিন হাসপাতালে কাজ করছেন।
জানা গেছে, ওসমানী মেডিকেলের ওই ইন্টার্ন সম্প্রতি গাজীপুর থেকে সিলেট ফেরেন। করোনার ঝুঁকিপূর্ণ এলাকা গাজীপুর থেকে ফেরার কারণে তিনি হাসপাতালে কাজে যোগ দেয়ার আগে বুধবার নমুনা পরীক্ষা করানো হয়।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা