সুনামগঞ্জে আলোচিত তুহিন হত্যা মামলায় বাবা-চাচার মৃত্যুদণ্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মার্চ ২০২০, ১৪:২৩
সুনামগঞ্জে শিশু তুহিন (৫) হত্যা মামলায় বাবা আবদুল বাছির (৪০) ও চাচা নাসির উদ্দিনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপর দুই আসামি জমসেদ আলী (৬০) ও ১৭ বছর বয়সী এক কিশোরকে খালাস দিয়েছেন জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার।
সোমবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রোববার মধ্যরাতে উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া গ্রামে নৃশংস এ খুনের ঘটনা ঘটে। সোমবার ভোরে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল শিশু তুহিনের লাশ। পেটের মধ্যে ঢুকানো ছিল দু’টি ছুরি। ডান হাতটি গলার সাথে থাকা রশির ভেতরে ঢুকানো ছিল। বাম হাতটি ঝুলে ছিলে লাশের সাথে। কেটে নেয়া হয় শিশুটির কান ও লিঙ্গ। পুরো শরীর ছিল রক্তে ভেজা। এ হত্যার ঘটনায় অজ্ঞাত আসামি করে দিরাই থানায় হত্যা মামলা করেন শিশু তুহিনের মা মনিরা বেগম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা