সুনামগঞ্জ সীমান্তে চিতা বাঘের শাবক আটক
- তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ০৫ অক্টোবর ২০১৯, ১৬:৩৫, আপডেট: ০৫ অক্টোবর ২০১৯, ১৭:১৮
সুনামগঞ্জের সীমান্ত এলাকা যাদুকাটা নদী থেকে একটি চিতা বাঘের শাবক আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। চিতা বাঘের শাবকটির ওজন হবে প্রায় দেড় থেকে দুই কেজি। বাঘ আটকের সংবাদ শুনে স্থানীয় উৎসুক জনতা সাবকটি এক নজর দেখার জন্য চাঁনপুর বিওপিতে ভিড় করে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলার সংলগ্ন যাদুকাটা নদীর পাড়ে চিলাবাজার এলাকায় সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ চাঁনপুর বিওপির একটি টহল দল নিয়মিত টহল দেয়ার সময় চিতাবাঘের শাবকটি দেখতে পেয়ে কৌশলে আটক করে খাঁচায় বন্ধি করে বিওপিতে নিয়ে আসে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাকসুদুল আলম আরো জানান, বন বিভাগের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে তাদের মাধ্যমে বাঘের শাবকটি মেঘালয় পাহাড়ে অবমুক্ত করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা