২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গরুর মাংসে ‘আল্লাহ ও রাসূলের’ নাম

মাংসে আল্লাহ ও রাসূল (স) এর নাম। - ছবি: নয়া দিগন্ত

কুলখানির মাংসে মিললো আল্লাহ ও রাসুলের নাম। বুধবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জে পৌর এলাকার চন্ডিপুর গ্রামের আনিছ মিয়ার বাড়ীতে ঘটনাটি ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো উৎসুক জনতা ভিড় করেন আল্লাহ লেখা মাংসগুলো একনজর দেখার জন্য।

জানা যায়, কমলগঞ্জ থানার সামনের চায়ের দোকানদার মো: আনিছ মিয়া গত ১০ নভেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বুধবার পারিবারিক ভাবে আয়োজন করা হয় কুলখানির। শিরনীর জন্য স্থানীয় একটি বাজার থেকে ক্রয় করা হয় গরু। যথারীতি গরু জবাই করে শিরনীর জন্য মাংস প্রস্তুত করা হয়।

শিরনী প্রস্তত করার সময় ৩ নম্বর ডেগে বাবুর্চি বাচ্চু মিয়ার নজরে পড়ে আল্লাহ লিখা এক টকুরো মাংস। কিছুক্ষণপর ৪ নাম্বার ডেগে একই ভাবে মোহাম্মদুর রাসুলল্লাহ লিখা আরেক টুকরো মাংস নজরে পড়ে।

এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মাংস টুকরো গুলো দেখার জন্য ওই বাড়িতে ভিড় করতে থাকেন। বাড়ীর লোকজন গোশতের টুকরোগুলো যত্ম করে ফ্রিজের মধ্যে রেখেছেন।

স্থানীয় কমলগঞ্জ থানা জামে মসজিদের ঈমাম মাওলানা মো: আলাউদ্দিন বলেন, তিনি নিজ চোখে লিখাগুলো দেখেছেন। এটি একটি অলৌকিক ঘটনা।


আরো সংবাদ



premium cement