২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

তাহিরপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল

তাহিরপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বাদল মিয়াকে।

সোমবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে এই কমিটি অনুমোদন করে ঘোষণা করা হয়েছে।

এছাড়াও আহ্বায়ক কমিটিতে ১ম যুগ্ম আহ্বায়ক মো: জুনাব আলী, ২য় যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ৩য় যুগ্ম আহ্বায়ক মো: রাকাব উদ্দিন, ৪র্থ যুগ্ম আহ্বায়ক আবুল হুদা।

এছাড়াও সুনামগঞ্জ জেলা বিএনপির সোমবার দিনব্যাপী সভা শেষে জেলার ১৬ ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এর আগে রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হক -এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জি কে গৌছ।


আরো সংবাদ



premium cement