২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

সুরমা-কুশিয়ারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, ফুঁসে উঠছে সিলেট

সুরমা-কুশিয়ারায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে বিএসএফের বাধা, জকিগঞ্জ পৌরশহরে শুরু হয়েছে প্রতিবাদ সভা - ছবি : নয়া দিগন্ত

সিলেটের সুরমা ও কুশিয়ারায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধা দেয়া ও গুলি করার হুমকির প্রতিবাদে ফুঁসে উঠছে নদী তীরবর্তী জকিগঞ্জসহ সিলেটের মানুষ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে জকিগঞ্জ পৌরশহরে শুরু হয়েছে মত বিনিময় ও প্রতিবাদ সভা।

এর আগে দেশের শীর্ষ দৈনিক নয়া দিগন্তে রোববার গুরুত্ব সহকারে বাঁধ নির্মাণে বিএসএফের বাধা ও গুলি করার হুমকির খবর প্রকাশিত হওয়ার পর দেশের উত্তর পূর্বাঞ্চলের সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

আগামী বর্ষা মৌসুমে বন্যার পানিতে সিলেটবাসীকে ডুবিয়ে মারার চক্রান্ত বন্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সিলেটের মানুষ।

এ নিয়ে দল-মত, শ্রেণী-পেশা নির্বিশেষে সব মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সিলেট শহরে ও জকিগঞ্জে আলাদা মতবিনিময় সভা, পরামর্শ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে জকিগঞ্জ পৌরশহরে শুরু হওয়া প্রতিবাদ ও মত বিনিময় সভা রিপোর্ট লেখার সময় অব্যাহত ছিল।

সভা থেকে আগামী বর্ষা মৌসুমের পূর্বে ভারতীয় ষড়যন্ত্র উপেক্ষা করে সুরমা-কুশিয়ারা নদীতে বাঁধ নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে।

জকিগঞ্জে প্রতিবাদ সভায় উপস্থিত সংবাদদাতা রহমত আলী হেলালী জানান, সোমবার বিকেলে জকিগঞ্জ ডাক বাংলো প্রাঙ্গণে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারের সভাপতিত্বে ও জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুল কুদ্দুসের পরিচালনায় সভায় বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা কৃষকদল নেতা মুনিম আহমদ, উপজেলা খেলাফত মজলিস নেতা শাহজাহান মো: সেলিম, বিএনপি নেতা ফয়জুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা।

এদিকে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীতে অবস্থানরত জকিগঞ্জের সব দল-মত ও শ্রেণী-পেশার ব্যক্তিদেরকে নিয়ে সীমান্তিক ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি কবি কালাম আজাদের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রিন্সিপাল মুহিউদ্দীন ফারুক, সাংবাদিক হোসাইন আহমদ সুজাদ ও মাওলানা মাজহারুল ইসলাম জয়নালের পরিচালনায় এই সভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ আহমদ লস্কর, আখতার হোসেন রাজু, সিলেট দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মনজুরে মাওলা, সিলেট উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসেন, জকিগঞ্জ পৌরসভা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মো: আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, সিলেট জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী, প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, কবি সিদ্দিক আহমদ ও শাবিপ্রবির গবেষক শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর।

সভায় দ্রুত সময়ের ভেতরে সুরমা-কুশিয়ারা নদীতে বন্যা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি, মানববন্ধন, প্রতিবাদ সভা ও কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার মুখে গত চার মাস থেকে বন্ধ রয়েছে সুরমা-কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধের বাংলাদেশ অংশের ভাঙন এলাকার মেরামতের কাজ। ফলে আগামী বর্ষা মৌসুমে বন্যার হুমকিতে রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ।

এর আগে নয়া দিগন্তে এ খবর প্রকাশিত হওয়ার পর কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানানো হয়েছে। জামায়াতে ইসলামীর এই বিবৃতি দেশের সব গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement