২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার পণ্য আটক বিজিবির

আটক চোরাচালান পণ্য। - ছবি : নয়া দিগন্ত।

সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি। রোববার (২৩ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে এসব পণ্য জব্দ করা হয়।

রোববার এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক।

বিজিবি সূত্র জানিয়েছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট, তামাবিল বিওপি কর্তৃক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াস, আইবল ক্যান্ডি এবং বিড়ি আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত চোরাইপণের মূল্য আনুমানিক ১ কোটি ২১ লাখ ৭৯ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মো: নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। আটককৃত চোরাই পণ্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement
পুলিশের যুগ্ম কমিশনার মেহেদি সাময়িক বহিস্কার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দেয়া পর্যন্ত আলোচনা নয় : হামাস আশুলিয়ায় নারী শ্রমিককে তুলে নিয়ে হত্যার অভিযোগ ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার বরখাস্ত স্বেচ্ছাসেবক দল জার্মানি পশ্চিম শাখার আহ্বায়ক মাহমুদুল, সদস্য সচিব রেদোয়ানুল চকরিয়ায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলা নিহত উজিরপুরে সাংবাদিককে আসামি করে বিস্ফোরক মামলা দায়ের দারিদ্র বিমোচনে যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম করতে হবে : আব্দুর রহমান মূসা ইউএসএইডের অধিকাংশ কর্মীকে ছুটিতে পাঠাল ট্রাম্প প্রশাসন সাবেক আইজিপিসহ পুলিশের ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই

সকল