মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭
মৌলভীবাজারের কুলাউড়ায় কানাই পাশি (২৪) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে চা বাগানের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কানাই পাশি হিংগাজিয়া চা বাগানের বাসিন্দা নারায়ন পাশির ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, হলিছড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের জঙ্গলের মধ্যে কানাই পাশির গলাকাটা লাশ পাওয়া যায়। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, নিহত যুবকের লাশ গলাকাটা অবস্থায় ছিল। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যক্তিকে আটক করেছে।’
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপসার জানান, হত্যা মামলা রুজু করা হয়েছে এবং এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা