২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

কমলগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে হত্যা : ঘাতক গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে পূর্ণিমা রেলী নামের এক শিশুর গলা ও হাতের কবজি কাটা লাশ উদ্বারের ১৬ দিনের মাথায় খুনি দিবস রেংগটকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শমশেরনগর ইউনিয়নের নারায়ণ টিলা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শমশেরনগর ইউনিয়নের নারায়ণ টিলা থেকে খুনি দিবস রেংগটকে আটক করা হয়।

দিবস রেংগট নারায়ণ টিলার চা-শ্রমিক লাছনা রেংগটের ছেলে।

উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শমসেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার চা-শ্রমিক আপারাও রেলীর মেয়ে পূর্নিমা গরু খুঁজতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরের দিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া হাসপাতালের পাশের ১১ নম্বর সেকশনের দু’টি টিলার মাঝ থেকে পুর্নিমার খালা বৃষ্টি রেলীসহ অন্য মহিলা তার লাশ পড়ে থাকতে দেখে এলাকায় খবর দিলে পরে পুলিশ লাশ উদ্ধার করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো: মোস্তাফিজ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ দিন পর নারায়ণ টিলায় অভিযান পূর্নিমার খুনি দিবস রেংগট নামের এক যুবককে আটক করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement