‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’
- দিরাই শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৬
শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয় মন্তব্য করে সাবেক সচিব জামসেদ আহমেদ বলেছেন, ‘সবার আগে শিক্ষার্থীদের চরিত্র গঠন করতে হবে। পাশাপাশি একজন সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শাল্লা উপজেলায় টি অ্যান্ড টি মাঠে শিশির মনির মেধাবৃত্তির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান বক্তার বক্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ‘একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভাল চরিত্র গঠন করতে হবে। সবচেয়ে বেশি দুর্নীতিবাজ শিক্ষিত লোকেরাই। কিন্তু তা হওয়ার কথা ছিল না। পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন যদি মনে করে কোনো এলাকায় মাদক ও দুর্নীতিমুক্ত করবে তাহলে এটা তাদের পক্ষে সম্ভব।’
ছাত্রছাত্রীদের উদ্দেশে করে তিনি আরো বলেন, ‘আমরা তোমাদের কাছে কোনোকিছু চাই না তবে আমরা একটা জিনিস চাই, পৃথিবীর বুকে তোমরা মাথা উঁচু করে দাঁড়াও। আমরা চাই যেকোনো ধরনের অন্যায় ও লোভ লালসা থেকে তোমরা বিরত থাকো।’
শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো: আব্দুস শহীদর সভাপতিত্বে ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা সঞ্চিত কুমার চন্দ্র, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দিন, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের উপদেষ্টা নূরুল আলম সিদ্দিকি, ইবনে সিনা হাসপাতাল সিলেটের ইনচার্জ রেজাউল ইসলাম, প্রফেসর দ্বীন মোহাম্মদ দিপু ও এলাকার স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে দশজন প্রতিবন্ধীদের মধ্যে ১০টি হুইল চেয়ার বিতরণ করেন অতিথিরা। ১৭টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ২০৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই বৃত্তি পাবেন শিক্ষার্থীরা।