২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

‘জুলাই বিপ্লবের অর্জনকে ব্যর্থ হতে দেয়া যাবে না’

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মাওলানা হাবিবুর রহমান - ছবি : নয়া দিগন্ত

জুলাই বিপ্লবের অর্জনকে ব্যর্থ হতে দেয়া যাবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা বিভিন্ন স্থানে ওত পেতে আছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ও অপকর্মের মাধ্যমে জাতির মধ্যে বিভেদ-বিভক্তি তৈরির অপচেষ্টা অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারদের এসব পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।’

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা আয়োজিত উপজেলা আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীনের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, মুক্তিযোদ্ধা পরিষদ সিলেট বিভাগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান।

এছাড়া জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।


আরো সংবাদ



premium cement