২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

সুনামগঞ্জে বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জে বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ - প্রতীকী ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বৃষ্টির প্রার্থনায় শিরনি বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিরনি দেয়ার সময় গ্রামের ঘরাইয়ের ছেলে সুফি মিয়া (৩০) ও একই গ্রামের মরহুম তছই মিয়ার ছেলে নুরু মিয়ার (৬৫) সমর্থকদের মাঝে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।‘


আরো সংবাদ



premium cement