দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
- গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩
সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাই এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমন আহমদ (২৪) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুরমা উপজেলার কুচাই এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
জানা যায়, শুক্রবার ভোরে ইমন আহমদ কয়েকজন সহপাঠীকে নিয়ে একাধিক মোটরসাইকেল বহরে সুনামগঞ্জে বেড়াতে যাওয়ার জন্য রওয়ানা দেন। দক্ষিণ সুরমা উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের কুচাই এলাকায় পৌঁছামাত্র ইমন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে অপর সহপাঠীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা