২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

‘তরুণ প্রজন্ম ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিয়েছে’

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

তরুণ প্রজন্ম ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ উপহার দিয়েছে মন্তব্য করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। আওয়ামী লীগ ও হাসিনা মুক্তিযোদ্ধাদের দিয়ে স্বার্থ হাসিল ও বিভক্তির রাজনীতি করেছেন। জুলাই বিপ্লবে আমাদের ছাত্র-জনতা দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করে দিয়েছে। মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের সকল শহীদদের মাগফেরাত, আহতদের সুস্থতা কামনা করছি ও সমবেদনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম। কিন্তু সেই স্বপ্ন আজো অধরা রয়ে গেছে। সবাই মিলে এই দেশকে গড়ে তুলতে হবে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সিলেট বিভাগীয় কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় পরিষদের বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা তাজিরুল ইসলাম ও কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক। এ সময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিন।

এদিকে সভায় আগামী দু’বছরের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সিলেট বিভাগের নতুন কমিটি গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানকে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুসলেম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন।

কমিটির অন্য পদের সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে হান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নাজিম উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ, সদস্য বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও বীর মুক্তিযোদ্ধা শাহনুর।


আরো সংবাদ



premium cement
মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা রাতের ভোটের এসপিদেরও অবসরে পাঠানো হবে : আসিফ মাহমুদ

সকল