২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ ফাল্গুন ১৪৩১, ২০ শাবান ১৪৪৬
`

‘সংসদ নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন চায় না’

সমাবেশে মো: আরিফুল হক চৌধুরী - ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সিটি মেয়র মো: আরিফুল হক চৌধুরী বলেছেন, সংসদ নির্বাচনের আগে বিএনপি অন্য কোনো নির্বাচন মেনে নেবে না। জাতীয় নির্বাচনে যে দল জয়লাভ করবে, তারাই স্থানীয় নির্বাচনসহ অন্য নির্বাচনগুলো করবে। অচিরেই প্রয়োজনীয় সংস্কার করে জাতির সামনে নির্বাচন দিন ধার্য করে ঘোষণা দিতে হবে। জাতির স্বার্থবিরোধী ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড জনগণ রুখে দিবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার প্রাঙ্গনে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে সমাবেশে তিনি এসব কথা বলেন।

মো: আরিফুল হক চৌধুরী বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকারের মতো না হয়ে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে।’

প্রধান অতিথি সিলেটের সাবেক মেয়র নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে জনগণের রায় পেতে কাজ করতে হবে। যাকে দল মনোনয়ন দেবে তাকে জনগণের ভোটে নির্বাচিত করে নিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘দলের কোনো নেতাকর্মী দখল-বাণিজ্য ও চাঁদাবাজিতে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।’

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা।

বক্তারা বলেন, ‘কোনো তালবাহানা না করে দেশী-বিদেশী চক্রান্তের খপ্পরে না পড়ে অচিরেই জাতীয় নির্বাচন দিতে হবে।’


আরো সংবাদ



premium cement