রাষ্ট্রদ্রোহিতার জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনকে গ্রেফতার করুন : মাহমুদুর রহমান
- আবদুল কাদের তাপাদার, সিলেট
- ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন আমার দেশ-এর সম্পাদক ড: মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘মোমেন ভারতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য। তিনি এটা করতে পারেন না। এটা রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতার জন্য তাকে গ্রেফতার করুন।’
তিনি বলেন, ‘আমি যতোটুকু জানি, আবদুল মোমেন ঢাকায় আছেন।’ সিলেটের আরো যারা মন্ত্রী-এমপি ঢাকায় আছেন সবাইকে গ্রেফতারের দাবি তোলার জন্য তিনি সিলেটবাসীকে আহ্বান জানান।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরের একটি হোটেলে আমার দেশ আয়োজিত সুধী সমাবেশ ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আমার দেশ-এর সম্পাদক ড: মাহমুদুর রহমান বলেন, ‘মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সাথে তুলনাদ করেছিলেন। এটা লজ্জাজনক। সিলেটবাসীকেও তিনি অপমান করেছেন।’
সিলেটের জনগণকে স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী আখ্যায়িত করে মাহমুদুর রহমান বলেন, ‘সবসময়ই সিলেটের জনগণ স্বাধীনতার জন্য লড়াই করেছেন। ১৯৪৭ সালে এই সিলেটের মানুষ গণভোট করে পাকিস্তানের অংশ না হলে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো।’
৪৭, ৭১ ও ২৪-এ সবকটি লড়াইয়ে সিলেটের জনগণ যুগান্তকারী ভূমিকা পালন করেন মন্তব্য করে তিনি বলেন, ‘রোবাবার (১৬ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর মৃত্যুবার্ষিকী। সিলেটের এই কৃতি সন্তানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। ২৪-এর জুলাই বিপ্লবে সাংবাদিক এটিএম তুরাবসহ ১৯ জন শাহাদাত বরণ করে এই বিপ্লবকে সফল করেন।’
সিলেটের এই সুধী সমাবেশে বক্তব্য দানকালে মাহমুদুর রহমান সিলেটের বাসিন্দা জনপ্রিয় মন্ত্রী এম সাইফুর রহমান ও গুম হওয়া ইলিয়াস আলীর সাথে তার সম্পর্কের বিষয় নিয়ে স্মৃতি রোমন্থন করেন।’
তিনি বলেন, ‘অতীতে যেমন সিলেটের এই নেতাদের সাথে তার সুসম্পর্ক ছিল বর্তমানেও জামায়াতের আমির সিলেটের কৃতি সন্তান ডা: শফিকুর রহমানের সাথে তার সুসম্পর্ক রয়েছে।’
আমার দেশ-এর সিলেট ব্যুরো চীফ খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
এছাড়াও সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বুয়েটে অধ্যয়নকালে মাহমুদুর রহমানের বন্ধু প্রকৌশলী মহিউদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জামায়াতের জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডাক্তার শামিমুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও নয়া দিগন্তের সিলেট ব্যুরো চীফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শাবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো: আব্দুল কাদির, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, ইউকে প্রবাসী সৈয়দ হাসান, আবৃত্তিকার সালেহ আহমদ খসরু, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক হিজকিল গুলজার, নারী নেত্রী সামিয়া বেগম চৌধুরী, রেহানা আফরোজ খান প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য দেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী।
মতবিনিময়কালে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে ২০২০ সালের ১০ অক্টোবর পুলিশের বর্বর নির্যাতনে নিহত রায়হানের মা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কাছে ছেলে হত্যার ন্যায়বিচার পেতে সহযোগিতা কামনা করেন। এ সময় কান্নারত রায়হানের মা সালমা বেগমকে সান্ত্বনা দেন সম্পাদক মাহমুদুর রহমান।