২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

অপারেশন ডেভিল হান্ট : সিলেটে গ্রেফতার ২০০

অপারেশন ডেভিল হান্ট : সিলেটে গ্রেফতার ২০০ - ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধীদের গ্রেফতারে সিলেটে অব্যাহত রয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত ২৪ ঘণ্টায় এই অপারেশনে সিলেটে বিভাগের আরো ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সিলেটে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০০ জনে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক অভিযানের ৭ দিনেও সিলেটে কোনো অবৈধ অস্ত্র ও অস্ত্রধারী গ্রেফতার হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেট মহানগর এলাকায় আরো তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া এই সময়ে সুনামগঞ্জে পাঁচজন, হবিগঞ্জে সাতজন ও মৌলভীবাজারে সাতজনকে আটক করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, সিলেট নগর এলাকায় আটক তিনজন হলেন- সিলেট মহানগরীর মেজরটিলা পূর্ব ভাটপাড়ার আশরাব আলীর ছেলে মহানগর স্বেচ্ছাসেবক লীগ কর্মী আমির আলী (৪৪), মোগলাবাজারের রায়বান ভূপাল গ্রামের ইব্রাহীম আলীর ছেলে শাহাব উদ্দিন (৩৬) ও সিলাম ইউনিয়নের উলালমহল গ্রামের মৃত মো: সোনা মিয়ার ছেলে মো: কবির আহমেদ (৪৩)। এ নিয়ে সিলেট মহানগর পুলিশ ‘অপারেশন ডেভিল হান্টে’ মোট ৫০ জনকে আটক করেছে।

পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান অপারেশন ডেভিল হান্টে রোববার পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় প্রায় ১৫০ জনের মতো আটক করা হয়েছে।

এছাড়া মহানগর এলাকায় আটক হয়েছেন ৫০ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে এই অপারেশনে প্রায় দুই শ’র মতো ডেভিল আটক হয়েছেন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, এখন পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্ট’-এ মহানগর এলাকায় মোট ৫০ জনকে পুলিশ আটক করেছে। নতুন আটক হয়েছেন আরো তিনজন। ডেভিলদের গ্রেফতারে যৌথবাহিনীর সাথে সমন্বয় করে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement