১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

কমলগঞ্জে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

- ছবি : প্রতীকী

কমলগঞ্জে শ্বশুর বাড়িতে এসে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে জামাই কনাই শব্দকরকে (৩০) হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

কনাই শব্দকর একই ইউনিয়নের মইদাইল গ্রামের বজি শব্দকরের ছেলে।

আটকরা হলেন ধীতেশ্বর গ্রামের সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর।

মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, শ্বশুর বাড়িতে বেড়াতে যান কনাই শব্দকর। গত সোমবার দিনের বেলা সেখানে কনাই শব্দকরের বাচ্চাদের সাথে প্রতিবেশীর বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতেই পাশের ঘরের লোকজন কনাইয়ের শ্বশুরের ঘরের লোকজনকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় কনাইকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন সুশিল শব্দকর ও তার ছেলে সুমিত শব্দকর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কনাইকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, স্থানীয়রা ঘাতক দু’জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে আজ বুধবার সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মৌলভীবাজারের ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে ক্রাইমসিন টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, হেলপারের মৃত্যু উত্থানের ধারা বজায় রেখে লেনদেন শুরু পুঁজিবাজারে আজ থেকে যমুনা বহুমুখীতে নয়, ট্রেন চলবে রেলসেতু দিয়ে লোহাগাড়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেফতার ১ গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরো ৮ লাশ, নিহতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ২১৯ আশুলিয়ায় হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার বৃহস্পতিবার ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫ দুই ঘণ্টা বন্ধ থাকার পর ২ নৌ-রুটে ফেরি চলাচল শুরু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ট্রাম্প-মোদির আসন্ন বৈঠকে বাণিজ্য, অভিবাসন এবং কৌশলগত সম্পর্ক প্রাধান্য পাবে

সকল